
প্রকাশিত: Wed, May 17, 2023 4:13 PM আপডেট: Tue, Apr 29, 2025 11:57 PM
ভুঁড়ি না কমালে চাকরি যাবে আসাম পুলিশের!
তারিক আল বান্না: ভারতীতের আসাম রাজ্যের পুলিশ কর্মকর্তাদের বলা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে তাদেরকে নিজের ভুঁড়ি কমাতে হবে। নয়তো বাধ্যতামূলকভাবে চাকরি ছেড়ে দিতে হবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা আসাম পুলিশের সব কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। বিবিসি
গত মঙ্গলবার আসাম রাজ্যের পুলিশপ্রধান (ডিজিপি) জি পি সিং ঘোষণা দিয়েছেন, পুলিশ বিভাগ ভারতীয় পুলিশ পরিষেবা ও আসাম পুলিশ পরিষেবার আওতায় সব কর্মকর্তাদের বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) পেশাদারভাবে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত পুলিশ সদস্যদের তিন মাস সময় দেওয়া হচ্ছে। এর পরবর্তী ১৫ দিনের মধ্যে বিএমআই মূল্যায়ন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস
ডিজিপি জি পি সিং বলেন, যারা মোটা বা স্থূলকায়, যাদের বিএমআই ৩০-এর বেশি, তাদের ওজন কমানোর জন্য নভেম্বরের শেষ পর্যন্ত আরও তিন মাস সময় দেওয়া হবে।’ তিনি আরও বলেন, এ সময়ের মধ্যে ফিট না হয়ে স্থূল থাকলে তাদের স্বেচ্ছায় অবসরে (ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম-ভিআরএস) যেতে হবে। তবে যাদের থাইরোডিজমের সমস্যা আছে, তারা এই তালিকায় থাকবেন না। তিনি বলেন, আগামী ১৬ আগস্ট তিনি নিজে বিএমআই পরীক্ষা করে এই কাজে প্রথম ব্যক্তি হয়ে নেতৃত্ব দেবেন।
গত মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছেন, রাজ্যে অভ্যাসগত মদ পান করা প্রায় ৩০০ পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। তাদের স্বেচ্ছায় অবসরে যাওয়ার প্রস্তাব দেওয়া হবে। ওই সব পদে নতুন নিয়োগ দেওয়া হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত মাসে জ্যেষ্ঠ কর্মকর্তা ও এসপিদের সঙ্গে একটি ভার্চুয়াল কনফারেন্সে যোগ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই সম্মেলনে মুখ্যমন্ত্রী পুলিশের শারীরিক ফিটনেস থাকার ওপর জোর দিয়েছেন। এ ছাড়া বাহিনী থেকে অযোগ্যদের সরিয়ে দিতে পুলিশের নেতৃত্বে থাকা কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি। এরপরই নতুন এ সিদ্ধান্ত এল। সম্পাদনা: ইমরুল শাহেদ
আরও সংবাদ
[১]ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত
[১]কলেজ ছাত্রী মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জন
[১]সুপ্রিমকোর্টে মারামারি: আইনজীবী যুথিসহ চারজনের আগাম জামিন
[১]জবির বরখাস্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
[১]আদম তমিজী হককে আরারও রিহ্যাব সেন্টারে পাঠালো ডিবি
[১]পদ্মা নদীকে বালু খেকোদের কবল হতে রক্ষা করতে কঠোর অবস্থানে নাজিরগঞ্জ নৌপুলিশ
[১]ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত
[১]কলেজ ছাত্রী মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জন

[১]সুপ্রিমকোর্টে মারামারি: আইনজীবী যুথিসহ চারজনের আগাম জামিন

[১]জবির বরখাস্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
